
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম এলাকায় তারা মিছিলের চেষ্টা করে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী বাকির মোল্লা বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করে থানায় একটি সন্ত্রাসী ও নাশকতার মামলা করেন।
মামলার পর রোববার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও সমাজ কল্যাণ এলাকায় শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সমর্থক সংঘবদ্ধ হয়ে ঝটিকা মিছিল বের করে।
গ্রেফতাররা হলেন- নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের কর্মী তোরাব আলী (৬০), স্বপন মিয়া (২৮) ও একই এলাকার খোরশেদ মিয়া (২৬)।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেফতারদের নামে থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য নোয়াগাঁও এলাকায় ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে মামলায় অভিযোগ আনা হয়। গ্রেফতারদের রোববার বিকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।