
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে গতকাল। শেষ মুহূর্তে কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থীরা। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচন রাজনৈতিক দল ও পক্ষের জন্য এসিড টেস্ট হিসেবে মনে করা হচ্ছে। এ ছাড়া নির্বাচন আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ডাকসু নির্বাচন একটি বার্তা হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন।
ওদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোটের হিসাবও জটিল হয়ে উঠছে। প্রার্থীরা নিজেদের সমর্থন আদায়ে নানা কৌশলে চেষ্টা করছেন। নানা হিসাবনিকাশ থাকায় ভোটের অঙ্কটা অনেক জটিল হয়ে উঠেছে। নির্বাচনে কার কী অবস্থান হবে এ নিয়ে আগে থেকে বড় কোনো পূর্বাভাসও মিলছে না। এ কারণে সব প্রার্থীই সমানভাবে মাঠে সক্রিয়। আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকলেও সব প্রার্থীই মাঠে রয়েছেন।
প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা। শপথে তারা প্রতিজ্ঞা করেন ক্যাম্পাস থেকে গণরুম, গেস্টরুম নির্যাতন ও জবরদস্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ, আবাসন, স্বাস্থ্যসেবা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি বৈধ সিট, সাশ্রয়ী খাবার, উন্নত স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন। তারা আরও প্রতিজ্ঞা করে বলেন, সাইবার বুলিং ও ভুয়া তথ্য প্রতিরোধে উদ্যোগ নেয়া হবে। শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন তারা। নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিটি শপথ বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন প্রার্থীরা।
নির্বাচনী হিসাব-নিকাশ নিয়ে শেষ মুহূর্তে তিনটি জরিপ প্রকাশিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘সোচ্চার’, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংগঠন ‘ন্যারেটিভ’, ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ জরিপ চালিয়েছে শিক্ষার্থীদের মাঝে। দুটিতে ব্যাপক ব্যবধানে জয়ী হতে দেখা গেছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে’ একটিতে আছে ২য় অবস্থানে। যদিও এ জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার্থীদের মতামত নেয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। জরিপ পরিচালকরা বলছেন, মতামত সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব রক্ষা করা হয়েছে। এককভাবে কোনো মতাবলম্বী কারও মতামত নেয়া হয়নি। একাধিক স্থান, কাল ও পারিপার্শ্বিকতার ভোটারদের কাছ থেকে নেয়া হয়েছে মতামত। এদিকে প্রায় ৪০ শতাংশের বেশি শিক্ষার্থী এখনো ঠিক করেননি কাকে ভোট দেবেন। অনাবাসিক শিক্ষার্থী প্রায় অর্ধেক। ফলে এই শহুরে মধ্যবিত্ত অনাবাসিক ভোটারদের ভোট কার কাছে যাবে তাই হবে জয়-পরাজয়ের মূল কারণ।
নারীদের ভোটের ক্ষেত্রেও ভিন্ন হিসাব-নিকাশ আছে। নারী ভোটারদের বিরাট অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিন হলে থাকবেন না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ছুটিতে আছেন বাড়িতে। নারী ভোটারদের প্রার্থীদের বড় অংশ জুড়ে রয়েছেন ভিপিপ্রার্থী উমামা ফাতেমা। ছাত্রদল প্রজেকশন মিটিংগুলো দেরিতে শুরু করায় কিছুটা ভুগতে হতে পারে নারীদের ভোট পেতে। তবে সব দলের পক্ষ থেকে অভিযোগ আছে নির্বাচনী পরিবেশ নিয়ে। সব দলের প্রার্থীরাই বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বুথ সংখ্যা, কেন্দ্র সংখ্যা নিয়ে আপত্তি আছে ছাত্রদল, শিবিরসহ সকলের। এদিকে শিবিরের অভিযোগ ছিল একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। একটি গোষ্ঠী যখন যা চাইছে তাই হয়ে উঠছে আচরণবিধি।
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সবশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জনের। এবার ডাকসু নির্বাচনে ৮টি ভোটকেন্দ্র ও ৮১০টি বুথ থাকবে।