
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ অন্যান্যদের পোস্টার বিকৃতির ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে রাতে এমন ঘটনা ঘটে বলে জানা যায়। তবে জড়িতদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
হল সূত্রে জানা গেছে, হল প্রশাসন প্রার্থীদের প্রচারণার জন্য একটি বোর্ড নির্দিষ্ট করে দেন যেখানে প্রার্থীরা তাদের পোস্টার লাগাতে পারে। সেই বোর্ডে গতকাল রাতে ভিপি পদপ্রার্থী নাইমুল আবরার, জিএস পদপ্রার্থী আসিফ ইমাম, এজিএস পদপ্রার্থী মো: ফোজায়েল আহমদ সহ সমাজসেবা সম্পাদক প্রার্থী হেলাল হোসেনের পোস্টার বিকৃতির ঘটনা ঘটে।
এই বিষয়ে মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, পোস্টার ছেঁড়াটা আচরণবিধি লঙ্ঘন। যারা এ কাজ করেছে আমি আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যাপারে হল প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ধরণের আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি। আমরা সুষ্ঠু একটা ক্যাম্পাস চাই, যেখানে প্রত্যেক মতের শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে থাকবে।
এ ঘটনা বিষয়ে বক্তব্য জানতে চাইলে মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন বলেন, পোস্টার ছেঁড়ার অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। আমরা এখনো কাউকে শনাক্ত করতে পারিনি। কারণ যেই বোর্ডে পোস্টার লাগানো হয়েছে তা পুরোপুরি সিসিটিভি ক্যামেরা কাভার করে না। গতকাল (মঙ্গলবার) রাতে প্রায় ৫-৬ টি গ্ৰুপ সেদিকে গিয়েছিল। এজন্য আসলে কারা এগুলো ছিঁড়েছে তা এখানো শনাক্ত করা যায়নি।