
নামের মিল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন এক ব্যক্তি নন — এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করা জসীম উদদীন হলের এস এম ফরহাদ হোসাইন।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি এস এম ফরহাদ হোসাইন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ২০১৬-১৭ সেশনের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী। আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ছাত্রশিবিরির এস এম ফরহাদ এবং আমি এক ব্যক্তিউ কিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিস কনসেপশন চলছে। বিষয়টি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের এস এম ফরহাদ ও আমি এক ব্যক্তি নই। আমি ২০১৬-১৭ সেশনের ছাত্র আর ওই ফরহাদ ২০১৭-১৮ সেশনের। আমার বিভাগ ফারসি ভাষা ও সাহিত্য আর শিবিরের ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের। ছাত্রলীগের সাথে আমার সংশ্লিষ্টতা থাকলেও জুলাই আন্দোলনের সময় আমি বিদ্রোহ করি।
এর আগে, গত বছরের ২২ সেপ্টেম্বর দেওয়া ফেসুবুক পোস্টে ছাত্রলীগের ফরহাদ লেখেন, যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদ এর নামের মিল আছে। তাই অনেকেই কনফিউশনে আছেন। সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম এস এম ফরহাদ হোসাইন- সেশন-২০১৬-১৭, বিভাগ-ফারসি ভাষা ও সাহিত্য, বাড়ি-সাতক্ষীরা। আর আমার হলের ছোট ভাইয়ের নাম-এস এম ফরহাদ , সেশন-১৭-১৮, বিভাগ- সমাজকল্যাণ, বাড়ি- চট্টগ্রাম।
তিনি আরও লেখেন, ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই, অমায়িক ছেলে। হল ডিবেটিং ক্লাবের জুনিয়র। ছোট ভাইয়ের জন্য অনিঃশেষ শুভকামনা।