Image description

রাজবাড়ির কালুখালিতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মারা গেছেন দুই যুবক। আহত হয়েছেন আরো একজন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে আরিফ (২২) এবং পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে স্বাধীন (১৭)।  আহত শাওন (২২) উপজেলায় একই এলাকার  মৃত মজিবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০ টার দিকে পাংশা থেকে চা খাওয়ার উদ্দেশ্য দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে কালুখালীতে যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে সামনে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় পেছনে থাকা আর একটি মোটরসাইকেল। এসময় তারা সড়কে ছিটকে পড়লে একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুই যুবক নিহত হন । গুরুতর আহত হন শাওন নামে আরও এক যুবক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।  ধারণা করা হচ্ছে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের ছিটকে পড়ে। এ সময় তাদেরকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে য়ায়।আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।