
প্রায় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘদিন পর এ নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ক্যাম্পাসেও বয়ে যাচ্ছে উৎসব আমেজ। প্রার্থীর সংখ্যা এবার রেকর্ড ছুঁয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো—এত সংখ্যক প্রার্থীর ভিড়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সক্ষম হবেন?
জানা গেছে, আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার থাকছেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ১৩টি পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। প্রায় ৪০ হাজার ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮টি কেন্দ্র, যেখানে বুথ থাকবে ৭১০টি। প্রতি কেন্দ্রে গড়ে ভোটার পড়বে প্রায় ৫ হাজার এবং প্রতি বুথে ৫৬ জন।
হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিতে চাইলে একজন ভোটারের সময় লাগবে প্রায় ৮ মিনিট। গড়ে ৫টি পদে ভোট দিতে সময় পাওয়া যাবে এক মিনিট। অর্থাৎ কোনো জটিলতা বা বিলম্ব না হলে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে।
শুরু থেকেই ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বেশির ভাগ প্যানেল। কমিশন বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করলেও কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রাখায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।