Image description

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয়। এবার সেই স্লোগানের জন্য ছাত্রদল ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে খুলনা মহানগর ছাত্রশিবির। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদল আয়োজিত মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে ফ্যাসিবাদী, সহিংসতাপূর্ণ ও ক্যাম্পাসে সহাবস্থানবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি দেয়  ছাত্রশিবির। এতে মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজী মুহাম্মদ মুহসিন কলেজে মিছিলের আয়োজন করে কলেজ ছাত্রদল। বহিরাগতদের নিয়ে আয়োজিত উক্ত মিছিলে "একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর", "জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়" স্লোগান দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ ধরনের স্লোগান সুস্থ ও সহাবস্থানের ছাত্ররাজনীতির জন্য অশনিসংকেত। মূলত উগ্র এসব স্লোগানের মধ্য দিয়ে ছাত্রদলের হিংস্র রূপ জাতির সামনে প্রকাশ পেয়েছে।’

তারা বলেন, ‘ক্যাম্পাসগুলোতে নব্বইয়ের দশকে এই স্লোগান দিতো ‘লাল সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বামপন্থীরা। বিগত ফ্যাসিস্ট আমলে এই স্লোগান চর্চা করতো নিষিদ্ধ ছাত্রলীগ। এ ধরনের স্লোগান চর্চার মধ্য দিয়ে ছাত্রশিবির হত্যা জায়েজ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো বিগত ফ্যাসিস্ট সরকার। পতিত ছাত্রলীগ-বামদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবারও এই হিংস্র স্লোগানের পুনরাবৃত্তি করলো ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় পেজে মিছিলের এই ভিডিওকে প্রচার করা হয়েছে, যা ছাত্রদলের সামগ্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা তাদের এই ন্যাক্কারজনক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

‘ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে নিয়ে ছাত্রসমাজের কল্যাণে সবসময় গঠনমূলক কাজ করে আসছে। ছাত্রশিবিরের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অতীতেও বিভিন্ন মহল নানামুখী মিথ্যা প্রোপাগান্ডা, ষড়যন্ত্রে ও ট্যাগিং-এর আশ্রয় নিয়েছিল। সকল ষড়যন্ত্র, অপপ্রচার মাড়িয়ে এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে ছাত্রশিবির তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।’

‘আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্রশিবিরকে জবাইয়ের মতো এ ধরনের স্লোগানকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এ ধরনের স্লোগানের জন্য জাতির ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রশিবির আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে, ছাত্রসমাজকে সাথে নিয়ে তার সমুচিত ও কঠোর জবাব দেওয়া হবে।’