
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘গতকাল জামায়াতের আমিরের বাসায় একটা মিটিং হয়েছে। সেখানে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করা হয়েছে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি জামায়াতে ইসলামী এই উদ্ভট দাবিতে মাঠে নেমেছে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডা. জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই ইস্যুটা (পিআর) কেন তারা সামনে আনছেন আমরা অনেকে বুঝতে পারি। এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার জন্য তারা একটা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। খুবই বাজে ব্যাপার, এটা তাদের মতো দলের কাছ থেকে আমরা আশা করি না। আমার সঙ্গে টক শোতে দু-একজন আলোচক প্রথম বলতে শুরু করলেন, এই দেশের ৭১ শতাংশ মানুষ সংসদ নির্বাচন পিআর চায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) একটা সূত্র দিয়ে।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটা যুক্তি দেয়, ৯০-১০০ বা তারও বেশি দেশে নাকি পিআর আছে। মানে স্ট্যাটিস্টিকস যদি যুক্তি হয় তাহলে খুব সোজাসাপ্টা কথা হচ্ছে, আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিতে হবে। জামায়াত নিজে বলে এটা নাকি তাদের আইডিয়া। যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আসে, তখন পৃথিবীর একটা দেশেও ছিল না।
জাহেদ উর রহমান বলেন, ‘আরেকটা হাস্যকর যুক্তি তারা দেন, এতে নাকি মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। বিভিন্ন এলাকায় যে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে, এটার জন্য বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে টাকার লেনদেন হয়, সেটা নাকি বন্ধ হবে। এর চেয়ে উদ্ভট এবং হাস্যকর কোনো যুক্তি হতে পারে না। জামায়াত পিআর ভোটের আলাপটা আসলে বিএনপিকে চাপ দেওয়ার জন্য এনেছে।’