Image description

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি আবু উবাইদা মাহিন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এ কর্মসূচির একটি ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে শেয়ার করা হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্লোগানের বিষয়ে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু উবায়দা মাহিম দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন, ‘রাজনৈতিক ভাষায় আমরা এ স্লোগানটি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ১,২,৩,৪ ছাত্রদলের...এ ধরনের স্লোগান যদি দিতে পারে? তাহলে আমরা কেন নয়? এ ধরনের স্লোগান কারা তৈরি করতে পারে, তা সবাই জানে। তাই আমরা এ ধরনের স্লোগান দিয়েছি। তবে কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে জবাইয়ের স্লোগান দেওয়া ঠিক না। স্লোগানটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।’

জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ ফারুখে আযম মু. আব্দুস ছালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কলেজের ভেতরে কয়েকজন ছেলে-মেয়ে বিক্ষোভ মিছিল করেছে, তবে কী স্লোগান দিয়েছে তা শুনিনি। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুলনার মহসিন কলেজ শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও ক্যাম্পাসের ভেতরে প্রদক্ষিণ করেন।  

জানা গেছে, কেন্দ্র ঘোষিত নারী নিপীড়নের প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় আজ বিক্ষোভ মিছিল করে খুলনার খালিশপুরে অবস্থিত সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রদল। 

এদিকে ছাত্রশিবির বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি শাখা শিবির নেতা মু. সাজ্জাদ হোসাইন খাঁন। তিনি বলেন, ‘ছাত্রদল স্লোগান দিচ্ছে একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। এটা আবার অফিসিয়াল পেজে শেয়ার করছে। তার মানে এটা তাদের অফিসিয়াল অবস্থান। খোদার কসম করে বলছি, যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চাচ্ছে, আওয়ামী লীগের জবানে কথা বলছে, তারা আওয়ামী লীগের মতোই পতনের পথে আগাচ্ছে।’ 

স্লোগানের বিষয়ে কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এই স্লোগান দিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সকাল-বিকাল শিবির দিয়ে নাস্তা করতে চাইত তারা। এখন বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ, অপ্রাসঙ্গিক। আজকে মহসিন কলেজ শাখা ছাত্রদল, শিবির জবাই করার স্লোগান দিয়েছে। ছাত্রলীগ শিবির জবাই করার স্লোগান দিতে দিতে বাংলার মাটি থেকে আজ নিষিদ্ধ, ছাত্রশিবির কিন্তু নিজস্ব শক্তি নিয়ে বাংলার মাটিতে টিকে আছে। ছাত্রদলেরও যদি ছাত্রলীগের মতো বাংলার জমিন থেকে বিতাড়িত হওয়ার ইচ্ছা, তাহলে তারা শিবির জবাই করার স্লোগান দিতে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই।’

এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘খুলনায় মহসিন কলেজ ছাত্রদলের নেতারা শিবির জবাই করার স্লোগান দিয়েছেন এবং সে ভিডিও কেন্দ্রীয় ছাত্রদল তাদের পেজে শেয়ার করে উপভোগ করেছেন। এ ধরনের নৃশংস প্রক্রিয়া, যেটা আওয়ামী লীগ অনুসরণ করত, সেটা তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের মধ্যে যা যা ছিল, যেমন ধর্ষণ, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল কেসসহ নানা সমস্যা যখন এক বছরের মধ্যে তারা ঢাকতে পারছে না, শিবিরকে নিয়ে যখন কোনো এজেন্ডা পাচ্ছে না, তখন তারা দায় চাপানোর রাজনীতি শুরু করেছে।’