
কমনরুম ও গেস্টরুম কালচার বন্ধ করে, দখলদারি মুক্ত, সন্ত্রাসমুক্ত ও সিট বাণিজ্যহীন একটি নিরাপদ ক্যাম্পাস গঠনই হোক আমাদের মূলমন্ত্র বলে উল্লেখ করেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী নিপা।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ প্রশাসনের উদ্যোগে ইডেন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ছাত্রদল নেত্রী নিপা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষার জন্য একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পায়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা জুলাই আন্দোলন করেছি গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রথাগত রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা বজায় রাখাই আন্দোলনের অন্যতম লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমাদের জুলাই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারী ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর সব সময় জাগ্রত রাখতে হবে।’
নিপা আরও বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ আচরণই শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে। তাই ক্যাম্পাসে অবস্থানরত সব রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক পরিবেশ গঠনে কাজ করবে, যাতে সকলের মত প্রকাশের সুযোগ নিশ্চিত হয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন নাহার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক খালিদা ইয়াসমিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহফিল আরা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ফাহিমা মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, জুলাইযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।