Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক বর্বর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আজ রবিবার (৩১ আগস্ট) রাত ৯টায় রাজধানীর কাটাবন থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে। ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক লিটিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত ৭০-৮০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। 

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়রা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা প্রধান ফটকে বিক্ষোভ শুরু করে হামলাকারীদের বিচার দাবি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করলেও স্থানীয়রা উত্তেজিত হয়ে ফের হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চবির আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। 

অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা নির্বাচন কার্যক্রম পণ্ড করে দেয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ও নির্বাচন কমিশন অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ করে এবং চেয়ার-টেবিল ভাংচুর করে। এ সময় সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার মনোনয়ন নিতে গেলে বাধার সম্মুখীন হন। 

শাখা ছাত্রদলের দাবি, রাকসুর ফি দেওয়া সত্ত্বেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার না করায় এটি স্পষ্ট বৈষম্য। ছাত্রদল ভবনে তালা দিলে পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করেন।