Image description

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একসময়ে নাটক সিনেমায় নিয়মিত অভিনয় করতেন। সেই সময় সমসাময়িক অভিনেতা মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে এগিয়ে গেছেন। পরে সিনেমাতেও নাম লিখিয়েছেন এ অভিনেতা। 

 

রুপালি পর্দায় তেমন ভালো করতে না পারায় ছোট-বড় দুই পর্দায় অভিনয় থেকে দূরে সরে যান জয়। অবশেষে টিভি পর্দায় নতুন করে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। উপস্থাপক হয়ে বেশ সফলতা পান এ অভিনেতা। গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো। 

এসবের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন— অনেক স্বার্থপর বাবা দেখেছি। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অভিনেতা লিখেছেন— আমার জীবন যেমন তেমন তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা। বাবা ভেবেছিল আমার কথা। আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার কথা।

জয় আরও বলেন, কিন্তু আমি কি আমার দাদার দাদাকে মনে রেখেছি? কিংবা দাদাকেও কি মনে পড়ে? তাহলে এত কেন ভাবাভাবি? এসব ভাবাভাবিতে নিজের জন্য কি থাকে? তবে অনেক স্বার্থপর বাবা দেখেছি নিজেকে নিয়েই ভাবে।

এ অভিনেতা বলেন, এরা হয়তো বাবা হিসেবে অত ভালো না, কিন্তু নিজের জন্য নিজের জীবনের জন্য, নিজেকে নিজে ভালোবাসার জন্য হয়তো তারাই ভালো।