
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং সঠিক রাজনীতি ফিরিয়ে আনতে সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়া জরুরি।” তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মানুষের ভোটের গুরুত্ব থাকবে।
শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, আমি জাতীয় পর্যায়ে এই লক্ষ্য পূরণে চেষ্টা করছি, কারণ মূল কেন্দ্র যদি ঠিক না থাকে, তাহলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে।
সকল ইসলামী দল এবং অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার ইঙ্গিত দিয়ে ডা. তাহের বলেন, দিন যত বাড়ছে, জামায়াতের জনপ্রিয়তা ততই বাড়ছে। ক্ষমতার হিসেব-নিকেশ প্রতিদিন পরিবর্তন হচ্ছে।
বারৈয়া গ্রামের মাওলানা বাহালুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলমের পরিচালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এডভোকেট মু. শাহজাহান এবং চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আক্তারুজ্জামান, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা মহানগর অফিস সেক্রেটারি প্রফেসর জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।