Image description

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোনা প্রিয় চাকমা, যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম পারভেজ, সদস্য মো. দেলোয়ার হোসেন ও আতাউর রহমান সুজন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হৃদয় নুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনও প্রকার যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হলো। 

মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‌‘পর্যটকদের অপহরণের ঘটনায় জড়িত চার জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’