
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার শামস নুরকে ফোন দিয়ে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, “ব্রিগেডিয়ার শামস নুর ভাইকে ফোন করে জাতীয় পার্টি এবং জিএম কাদের সম্পর্কে কোনো বক্তব্য না দিতে বলেন। কিন্তু নুর ভাই স্পষ্ট করে জানান, জাতীয় পার্টি ও ফ্যা/সিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে।”
তিনি আরও লিখেছেন, “এ সময় ব্রিগেডিয়ার শামস নুর ভাইকে হুমকি দিয়ে বলেন, এর ফল ভালো হবে না। এর কিছুক্ষণ পরই ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। নুর ভাই তখন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলেন।”
আবু হানিফের দাবি, সেনা ও পুলিশ সদস্যরা কোনো প্রকার সতর্কতা ছাড়াই হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল নুরুল হক নুরকে হত্যার চেষ্টা। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু নেতাকর্মীদের ওপর হামলাই চালায়নি, বরং কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর এবং টয়লেটও নষ্ট করেছে।
ফেসবুক স্ট্যাটাসে আবু হানিফ তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, “ওয়াকারের নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার শামস কার নির্দেশে নুরুল হক নুরকে হুমকি দিয়েছে? জাতীয় পার্টি ও জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠিত করছে সেনাবাহিনী?”
আবু হানিফ আরও বলেন, “আজ নুরুল হক নুর! কাল হাসনাত! পরশু আরেকজন। পতিত সরকার ২৪-এর প্রতিশোধ নিতে এমন হামলা চালাচ্ছে।”
এ বিষয়ে সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।