
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, প্রয়োজনে লাগাতার কর্মসূচি দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে পিআর পদ্ধতিতে নির্বাচন করা হবে। পিআর নিয়ে কোন টালবাহানা চলবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে মহানগরী কার্যালয়ের হলরুমে মাইয়্যেতের গোসল ও কাফন-দাফন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেন মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমান।
ড. হেলাল বলেন, প্রয়োজনীয় সংস্কার করে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে জনগণের দাবির মেনে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ ও গণহত্যার বিচার নিশ্চিত করে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি। কিন্তু জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্রসহ মানুষের যেকোন প্রয়োজনে সবার আগে, সবসময় পাশে দাঁড়িয়েছে; আগামীতেও দাঁড়াবে। জনগণ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
এসময় ঢাকা-৭ এবং ঢাকা-১০আসনের ১১৫ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। মহৎ এ কাজের প্রশিক্ষণ প্রদান করেন তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফকীহ মাওলানা মহিউদ্দিন।