
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, “জামায়াতে ইসলামী আগামী বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করেছে।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল খান বলেন, জামায়াত পরিচালিত হাসপাতালগুলোতে রোগীরা মানসম্পন্ন চিকিৎসা সেবা পাচ্ছে। আমাদের প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা খাতে প্রশংসনীয় অবদান রাখছে। ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা ও উন্নত সেবার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
জোট সরকারের আমলে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের দুজন মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য দায়িত্ব পালনের সময় কখনোই দুর্নীতির অভিযোগের মুখে পড়েননি। তাই আগামী দিনের দায়িত্ব আমাদের উপর অর্পণ করলে ইনশাআল্লাহ আমরা জনগণকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারব।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, করি জনগণের কল্যাণের জন্য। দেশের শাসনব্যবস্থাকে ইনসাফভিত্তিক করতে হলে নৈতিক নেতৃত্ব অপরিহার্য, আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিই সেই নেতৃত্ব দিতে সক্ষম।
পথসভায় উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, মধ্যনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মনসুর আলম, জামায়াত নেতা আনোয়ার মোল্লা, সাইদুল ইসলাম, জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে তোফায়েল আহমদ খান মহিষখলা বাজার, বাকাতলা, কলতাপাড়া, বাঙ্গালভিটা ও গোলগাঁওসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।