
৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আশা করি, বর্তমান সরকার সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ নির্বাচন দেবেন।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারদের অধিকার নিশ্চিত হবে। কোনো নির্বাচনে প্রার্থী ভোটে ২৫ পারসেন্ট ভোট পেলে, বাকিরা ২৪ পারসেন্ট, ২৩ পারসেন্ট পেলেও ৭৫ ভাগ ভোটই নষ্ট হয়।
ভোটারের এ আমানত নষ্টের হাত থেকে রক্ষা করতেই পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার। আশা করছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। লেভেল প্লেয়িং ফিল্ড হলেই জামায়াত নির্বাচনে যাবে।
বৃহষ্পতিবার সকালে জেলা পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনায় জেলা জামায়াত ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান এ কথা বলেন।
সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্ব করেন।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, জামায়াতের মনোনয়নপ্রাপ্ত নেত্রকোনা-১ আসনের অধ্যাপক আবুল হাসেম, নেত্রকোনা-৩ সাইফুল ইসলাম দেলোয়ার, নেত্রকোনা-৪ আসনের অ্যাডভোকেট আল হেলাল তালুকদার, নেত্রকোনা-৫ আসনের অধ্যাপক মাসুম মোস্তাফাসহ জামায়াতের মনোনয়নপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।