Image description
 

চার মামলায় দণ্ডিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎আসামিপক্ষের আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘বিগত সৈরাচারী সরকারের দায়ের করা মামলায় মামুন হাসানকে ২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের মামলায় তিন বছরের কারাদণ্ড, একইদিন মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের আরেক মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড, একই বছরের ১২ নভেম্বর মিরপুর মডেল থানার মামলায়আড়াই বছরের কারাদণ্ড ও ওই বছরের ২৬ অক্টোবর মিরপুর মডেল থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ’

‎মামলাগুলোয় তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।

‎আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। তিনি জানান, বিগত সৈরাচারী সরকার মামুন হাসানের বিরুদ্ধে ২৮৬টি মামলা দিয়েছিল।

‎কারাগারে যাওয়ার আগে সিএমএম আদালতের গেটে দাঁড়িয় নেতাকর্মীদের উদ্দেশে মামুন হাসান বলেন, ‘আমি বারবার বলছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আত্মসমর্পণ করেছি। পুলিশকে তার নিজের কাজ করতে দেন। তাদের কাজে যেন কোনো সমস্যা না হয়। শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে, অন্যায় রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। ইনশাআল্লাহ, আমরা ন্যায়বিচার পাব। সবাই সাইড হয়ে যান। আমার পুলিশ ভাইয়েরা আমাকে নিয়ে চলে যাক।’ ‎