
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আজ রবিবার (২৪ আগস্ট)। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাবদ ৫০০ টাকা এবং হল সংসদ বাবদ ৪০০ টাকা ধার্য করা হয়েছে।
নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ শুরু না করা, টানা দুবার তফসিল পুনর্বিন্যাস করার পর, সবশেষ খবর—রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পদত্যাগও করেছেন সিইসি অধ্যাপক ড. আমজাদ হোসেন।
রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান জানিয়েছেন, ‘পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, আজ (রবিবার) থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই প্রভোস্টগণদের অবহিত করেছি। এ ছাড়া প্রতিটি আবাসিক হলগুলোতে ২ জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার পিএসসি সদস্য হওয়ার পর রাকসু কার্যক্রম কীভাবে চলছে—সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করলেও, নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে নিচ্ছি। মনোনয়নপত্র বিতরণের সমস্ত কার্যক্রমও আমরা শেষ করে ফেলেছি।’
বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন জানান, রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমই থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে, এ নিয়ে কমিশনের সিনিয়র কয়েকজন কাজ করছেন।
এদিকে রাকসু অফিস সূত্রে জানা গেছে, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর জন্য ৫০০ ও হল ছাত্র সংসদের জন্য ৪০০ (চারশত) টাকা অগ্রণী ব্যাংক রাবি শাখার হিসাব নম্বর ০২০০০২৪২৮২১৭৭-এ প্রদান করে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র, প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় (কোষাধ্যক্ষ কার্যালয়, রাকসু)-এ এবং হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার/প্রাধ্যক্ষের কার্যালয়ে ব্যাংক স্লিপ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।