Image description

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর রোববার (২৪ আগস্ট) দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির

কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয় এবং তাতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপক কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে।

কুরস্ক এনপিপি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, শিল্প এলাকায় এবং আশপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি, সবকিছু স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্কবার্তা দিয়েছে। কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত এ বিদ্যুৎকেন্দ্র রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পশ্চিমা দেশ ও ইউক্রেনের পক্ষ থেকে বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন।