Image description

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) স্থানীয়রা সমুদ্রপাড়ে মরদেহটি দেখতে পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দেয়।

নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, সকালে সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। এরপর আর দেরি না করে পুলিশকে খবর দেই। আমার ধারণা, এটি হয়তো ডুবে যাওয়া কোনো ট্রলারের জেলের মরদেহ হতে পারে। আরেক প্রত্যক্ষদর্শী রোজিনা বেগম জানান, দূর থেকে প্রথমে লাল কম্বলে মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মানুষের মরদেহ। 

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সময় পুলিশের পক্ষ থেকে আরও জানানে হয়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।