
এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গঠিত হচ্ছে এক ভিন্নধারার প্যানেল। বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খানসহ কয়েকজন প্রার্থী সতন্ত্রভাবে আংশিক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাদের প্যানেলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) বা জেনারেল সেক্রেটারি (জিএস) পদ রাখা হয়নি; তারা শুধু বিভিন্ন সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ডাকসু নির্বাচন অফিস থেকে বের হয়ে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
এদিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র নেন এবি জুবায়ের।
মনোনয়ন নেওয়ার পর মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, এই ডাকসু নির্বাচনের জন্য আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। অবশেষে প্রায় ৭ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। সাহিত্য নিয়ে আমার শিক্ষা জীবনে অনেক কাজ করেছি। সেই জায়গা থেকে আমি এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন সতর্কতার সঙ্গে প্রার্থী বেছে নেন, যাতে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে জুলুম-নির্যাতন না চালাতে পারে। কারণ ডাকসু নির্বাচিত প্রার্থীরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।
এই প্যানেলে ১২-১৩ জন প্রার্থী থাকতে পারে বলে জানিয়েছেন সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র নেওয়া এবি জুবায়ের।