
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান। সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৮ আগস্ট)। তবে এখনও প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল। অবশ্য আলাদা আলাদাভাবে ফরম তুলছেন সংগঠনটির নেতাকর্মীরা। যদিও ছাত্রশিবির ইতোমধ্যে ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে।
সোমবার ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সবাইকে ফরম নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বা পরে প্যানেল ঘোষণা হতে পারে। তবে আজ রাতেও ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন একাধিক নেতা।
ছাত্রদলের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবি শাখার বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকসুর ভিপি প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের সম্ভাবনা থাকলেও তার আবাসিক হল সংসদের ভিপি হিসেবেই নির্বাচন করার আগ্রহের কথা শোনা গেছে। পাশাপাশি এ পদে নাম এসেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মেহেদী হাসানেরও। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, দফতর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও ঢাবি শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ এবং মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নামও প্যানেলে আসতে পারে বলে জানা গেছে।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট, বাছাই হবে ২০ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ঢাবি অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে স্বাধীনতার পর ৫৩ বছরে মাত্র ৮ বার নির্বাচন হয়েছে। শতবর্ষী ঢাবিতে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ২৯টিই ব্রিটিশ ও পাকিস্তান আমলে।