Image description
 

২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তার ৫৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ, বি, এম, রওশন কবীর।

 

তিনি জানান, এই সাফল্যের পেছনে বিমানের দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, এই মুনাফা অর্জনে বিমানের সম্মানিত যাত্রী ও গ্রাহকদের আস্থা ও সমর্থন সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।

উল্লেখযোগ্য, এর আগের সর্বোচ্চ মুনাফা ছিল ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি টাকা। ১৯৭২ সালে মাত্র ১.৯০ কোটি টাকার আয়ের সঙ্গে যাত্রা শুরু করা বিমান আজকের দিনে আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১,৬৩১.৩৭ কোটি টাকা।

 

২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ ছিল, যার মধ্যে ১৯টি নিজস্ব মালিকানাধীন। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। এছাড়া, বিমান দেশের মধ্যে নিজস্ব উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করছে।

 

বিমান ২০২৪-২৫ অর্থবছরে ৩.৪ মিলিয়ন যাত্রী পরিবহণ করেছে, ৪৩,৯১৮ টন কার্গো বহন করেছে এবং কেবিন ফ্যাক্টর ৮২% এ উন্নীত হয়েছে। জানুয়ারি ২০২৫ মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং আধুনিক বিমানবন্দর প্রক্রিয়া যাত্রী সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

বিমানের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, ডিজিটাল রূপান্তর ও কার্গো সেবা শক্তিশালীকরণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হয়ে যাত্রা চালানো, যা বিশ্বমানের সেবা, নির্ভরযোগ্যতা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।