Image description

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। এর আগে ছাত্রশিবিরসহ অধিকাংশ ছাত্রসংগঠন মনোনয়ন সংগ্রহ করে প্যানেল ঘোষণা দিলেও ছাত্রদলের পক্ষ থেকে তা করতে পারেনি। ফলে ছাত্রদলের প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করলেও কোনো প্যানেল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি। 

সংগঠন জানা গেছে, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল। সংবাদ সম্মেলন আয়োজন করে এই প্যানেলে ঘোষণা করবে বলে জানা গেছে।

তবে মনোনয়ন সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩টার পর নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুল ইসলাম আবিদ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, এখনো ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয়নি। দলীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজেদের মতো করে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

বিস্তারিত আসছে....