
মাদকের গ্রাস থেকে যুব সমাজকে মাঠের দিকে আহ্বান করছি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা দেখেছি গত ১৭ বছর আমাদের তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে চলে গেছে। আমরা সেই মাদকের করাল গ্রাস থেকে এই যুব সমাজকে মাঠের দিকে আহবান করছি। তাদের মাঠে আকৃষ্ট করার চেষ্টা করছি। ভবিষ্যৎ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে একটি সুস্থ পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, ঢাকা মহানগরসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি তৃনমূল অঞ্চলে ফুটবল, ক্রিকেট, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, সুইমিং থেকে শুরু করে সবধরনের খেলা নিয়ে তাদের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
দিনের খেলায় টাইব্রেকারে তেঁজগাও থানাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় হাতিরঝিল থানা। জয়ী দলের গোলরক্ষক নোবেল ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবি এম এ রাজ্জাক, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।