
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহজুড়ে ভোটের মাঠে তৎপরতার যুদ্ধে নেমেছেন বিএনপিসহ বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা। এখানে ১১টির মধ্যে ১০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, একাধিক আসনে তৎপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। একটি আসনে তৎপর আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থীও। জেলার কোনো আসনে জোরেশোরে চলছে জনসংযোগ, কোথাও প্রাধান্য পাচ্ছে প্রচারণা, কোথাও বেশি চলছে সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মনোনয়নপ্রত্যাশীদের অংশগ্রহণ। এভাবেই জমে উঠেছে জেলার স্থানে স্থানে ভোটের মাঠ।
দলীয় কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগও বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রতিটি আসনেই বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী আছেন। এই দলের সবচেয়ে বেশিসংখ্যক মনোনয়নপ্রার্থী আছেন গফরগাঁও (ময়মনসিংহ-১০) ও গৌরীপুর (ময়মনসিংহ-৩) আসনে।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে জনগণের কাছে যাওয়ার জন্য। তাই আগ্রহী সবাই ভোটের মাঠে আছি।’ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মু. কামরুল হাসান মিলন বলেন, ‘দলের নির্দেশে আমরা মাঠে আছি। ১০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা সমর্থন পাওয়ার জন্য ভোটারদের কাছে যাচ্ছেন।’
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) : এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি আফজাল এইচ খান। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) : এ আসনে জনসংযোগে তৎপর আছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনায়েতুর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা জোবায়েদ হোসেন শাকিল, ডা. আমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুব মণ্ডল।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) : এখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, দলের নবগঠিত উপজেলা কমিটির সদস্যসচিব হাফেজ আজিজুল হক, দলের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, জেলা উত্তর বিএনপির সদস্য আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব কবি সেলিম বালা। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বদরুজ্জামান।
ময়মনসিংহ-৪ (সদর) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন বলে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জেলা বিএনপি দক্ষিণ কমিটির সদস্যসচিব রুকনোজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান ও আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। জামায়াতে ইসলামী থেকে এখানে ঘোষিত প্রার্থী কামরুল এহসান এমরুল।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া তারেক। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য তালিকায় আছেন দলের দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, সাবেক বিএনপিদলীয় এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা নায়েবে আমির মু. কামরুল হাসান মিলন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলের নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম খসরু। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন দলের উপজেলা কমিটির আহ্বায়ক লুত্ফুল্লাহেল মাজেদ বাবু ও সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন। এখানে জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী মঞ্জুরুল হক হাসান। এখানে এলডিপি থেকে মনোনয়ন চাইতে পারেন আওরঙ্গজেব বেলাল।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) : এ আসনে ভোটের যুদ্ধে নামতে ছয়জন সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তাঁদের মধ্যে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, সদস্য নাসের খান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম সূর্য, মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন ও দলের যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নান। তাঁদের মধ্যে সাবেক দুই এমপি খুররম খান চৌধুরীর ছেলে নাসের খান চৌধুরী ও আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী—দুই ভাই এবার মনোনয়ন চাইবেন।
বিএনপির মনোনয়ন চাইতে মালয়েশিয়াপ্রবাসী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানও থেমে নেই। এখানে জামায়াতে ইসলামী এখনো প্রার্থী ঘোষণা করেনি। এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনও প্রচারণায় আছেন।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) : এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রবীণ বিএনপি নেতা এ বি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। এ ছাড়া সাবেক এমপি ফজলুল রহমান সুলতানের ছেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমনও মনোনয়ন আশা করছেন। এখানে জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থী হচ্ছেন উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
ময়মনসিংহ-১১ (ভালুকা) : এ আসনে এবার বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা-উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আবুল হোসাইন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মো. মুস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। মাঠে তৎপর রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী উপজেলা জামায়াতের আমির মো. ছাইফ উল্যাহ পাঠান ফজলু। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব ও জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম।