
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হচ্ছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিডিউল অনুযায়ী আগামীকাল নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময়। ওভাবে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর আগে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফরম নিয়েছেন ১২৫ জন প্রার্থী।
জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতারা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে। তবে এখনও কেনো সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আগামীকাল। এদিন সব ছাত্রসংগঠন মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং পরে প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে। তবে বেলা ১১টার দিকে ছাত্রশিবির মনোনয়ন ফরম সংগ্রহ করবে বলে জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবিরের দাবি, সংগঠনটির পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সূত্র জানায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এবং বাহিরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলে প্যানেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন দুপুরে দিকে তারা একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এরপর সাংবাদিকদের কাছে তাদের প্যানেলের নাম ঘোষণা দেবে।
জানা গেছে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। তবে ১৮ জনের সবাই ডাকসু নির্বাচনে কম-বেশি থাকবেন। তাছাড়া শীর্ষ তিন পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের মিল থাকতে পারে। যেমন, ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক যিনি, তাকেই ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারেন। তাছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীদের সঙ্গে মিল রেখেও এই পদগুলোতে তারা প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন জানিয়েছেন, আগামীকাল ১১টায় ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা ফরম উত্তোলন করবেন।
জানতে চাইলে আজ সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথিমকভাবে আমরা প্যানেল ঠিক করেছি, কারা নির্বাচনে লড়বেন। তবে চূড়ান্ত প্যানেল এখনও ঠিক হয়নি। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, সেদিন আমরা জানাবো।
প্যানেলে কারা প্রার্থী হচ্ছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনের নেতারা ছাড়াও আমরা নারী শিক্ষার্থী, অন্যান্য ধর্মাবলম্বীসহ ইনক্লুসিভ প্যানেল করার চিন্তাভাবনা করা হচ্ছে।