
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই উত্তেজনার সময় কেন্দ্রীয় নেতাদের সামনে থেকেই শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতাকে বের করে দেওয়া হয়।
রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গত ৮ আগস্ট হল কমিটি ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে শীর্ষ নেতাদের বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন।
কেন্দ্রীয় নেতারা যখন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদসহ শীর্ষ পাঁচ নেতার সঙ্গে আলোচনায় বসেন, তখন বিক্ষুব্ধ গ্রুপের নেতা-কর্মীরা সেখানে এসে বাধা দেয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযোগ করেন, নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর জানান, যারা এই বিশৃঙ্খলা করেছে, তাদের মধ্যে সংগঠনের বহিষ্কৃত কিছু নেতা-কর্মী জড়িত।