Image description

ঢাকায় অবস্থানরত গাইবান্ধা জেলার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত মিলনমেলায় ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় অবস্থানরত গাইবান্ধা জেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে অংশ নেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি প্রার্থী আব্দুল করিম সরকার, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসের প্রার্থী মো. মাজেদুর রহমান, নায়েবে আমির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের প্রার্থী আব্দুল ওয়ারেস এবং জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু।

এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম। তিনি গাইবান্ধার সব আসনে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।