Image description

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এলসি পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান চলাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।

এ সময় আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কতুব উদ্দিন উরপে পাগলা শাহ ও জুয়েল মিয়ার বাড়ি থেকে বিপুল অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করে।

 

উদ্ধার অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন।

অভিযানে গ্রেপ্তার হওয়ারা হলেন- ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) ও একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬)।

 

অভিযান শেষে রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জব্দ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়াদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার এসআই উওম কুমারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর প্রেস উইংয়ের মাছুম আহমদ।