
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সোমবার (১৮ আগস্ট)। শেষ দিনে সরব হয়ে উঠেছে ক্যাম্পাসের সক্রিয় ছাত্রসংগঠনগুলো।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১২ আগস্ট এবং তা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এখন পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন রয়েছেন। এর মধ্যে জমা পড়েছে ৩৮টি মনোনয়নপত্র।
ষষ্ঠ দিনে (রবিবার) একদিনেই মনোনয়ন সংগ্রহ করেছেন ৬৪ জন। ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা পড়েছে ২৫টি মনোনয়ন।
তবে অধিকাংশ ছাত্রসংগঠন শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহে অপেক্ষা করেছে। সংগঠনগুলোর নেতারা বলছেন, এটি নির্বাচনী কৌশলের অংশ এবং শেষ মুহূর্তে আরও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) প্যানেল তৈরির প্রয়াস।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবচেয়ে আগে প্যানেল ঘোষণা করেছে। ঢাবি শাখার সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন জানান, নবীনবরণ অনুষ্ঠান থাকায় তারা মনোনয়ন সংগ্রহে দেরি করেছেন। ছাত্রশিবিরও সোমবার সকাল ১১টায় মনোনয়ন সংগ্রহ করবে বলে নিশ্চিত করেছে।
ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, ‘আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে অংশ নেব। তবে মনোনয়ন সংগ্রহের সময় এখনো নির্দিষ্ট হয়নি।’
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আব্দুল কাদের জানান, তাঁরা কৌশলগতভাবে শেষ মুহূর্তে মনোনয়ন নিতে চান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদও সোমবার দুপুরে ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে মনোনয়ন সংগ্রহ করবে এবং সেখানে বিশেষ চমক থাকবে বলে জানিয়েছেন সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
স্বাধীন বাংলা ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালিদ বলেছেন, তাঁদের বেশিরভাগ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, বাকিরা সোমবার নেবেন। বামজোটের প্যানেলে শীর্ষ তিন পদে মেঘমল্লার বসু, জাবির আহমেদ জুবেল এবং মোজাম্মেল হকের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। হক জানিয়েছেন, সোমবার দুপুরে তাঁরা মনোনয়নপত্র নেবেন।
এদিকে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে নতুন করে আরও দুটি ভোটকেন্দ্র যুক্ত করা হয়েছে। ভূতত্ত্ব বিভাগে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এ নিয়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে।