
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছিনতাইয়ের দায়ে বহিষ্কৃত এক সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের ২১ নম্বর হল কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে। এই ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৮ আগস্ট ১৭টি হল কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ২১ নম্বর হলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান নাজিজের নাম ঘোষণা করা হয়।
২০২৪ সালের ২০ মার্চ ঘুরতে আসা চার বহিরাগত শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি ও ১০ হাজার টাকা ছিনতাই করে ইমরান নাজিজ। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাকে ৯ মাসের জন্য বহিষ্কার করে।
ছাত্রদলের এই পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক জানান, তারা এ বিষয়ে অবগত ছিলেন না। তবে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সুর শোনা যায় আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরের কণ্ঠেও। তিনি বলেন, তারা বিষয়টি জেনেছেন এবং তদন্ত করে ব্যবস্থা নেবেন।