
জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, উগান্ডা যাওয়ার পথে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতির সময় তার চোখ আটকে যায় এক নিঃসঙ্গ কফিনে।
পোস্টে তিনি লেখেন, কফিনটি হয়তো কোনো কর্মসূত্রে অন্য দেশ থেকে কেনিয়ায় আসা এক মানুষের। কিন্তু ভাগ্যে এই দেশেই লেখা ছিল তার মৃত্যু। লাশটি ফিরছে নিজ গন্তব্যে, কিন্তু পাশে নেই কোনো স্বজন—যেন সাধারণ মালামালের মতোই বিমানযাত্রীদের লাগেজের স্থানে রাখা হয়েছে তাকে।
শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, এ মানুষটির বুকেও নিশ্চয়ই ছিল অনেক স্বপ্ন। আমরাও তেমনি স্বপ্ন নিয়ে পৃথিবী চষে বেড়াই, কিন্তু হালাল-হারামের তোয়াক্কা অনেক সময়ই করি না। অথচ শেষ পরিণতি সবার জন্য একই—একটি কফিনে শেষ যাত্রা।
