Image description

দেশের ৬৪ জেলায় গিয়েছেন। পথযাত্রা করেছেন এলাকায় এলাকায়। মিশেছেন মানুষের সঙ্গে। আর এতেই ক্লান্ত এনসিপি নেতারা। সেই থেকেই কক্সবাজারে সফরের সিদ্ধান্ত— এমনটাই জানিয়েছেন এনসিপির এক যুগ্ম-আহ্বায়ক। অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

দেশে আজ (৫ আগস্ট) সরকারি উদ্যোগে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বিকেলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতা। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে- তারা পিটার হাসের সঙ্গে বৈঠকে বসতে কক্সবাজার গেছেন।

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষ এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের দলকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনেরে নেতৃত্বে সর্বোচ্চ চার জনের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।’ কক্সবাজারে অবস্থান করার কারণে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও তাসনিম জারা অনুষ্ঠানে থাকবেন না বলেও জানান তিনি।

ওই নেতা আরও জানান, হাসনাতদের কক্সবাজার ভ্রমণ কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। ক্লান্তি দূর করতে রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা।
এ দিকে তাদের এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গিয়েছেন তারা। তবে এই বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন একাধিক সমন্বয়ক।

প্রসঙ্গত, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।