Image description

জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরা শতভাগ নিরাপত্তা পাবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা দেবে। তারা চিক্তমুক্ত থেকে চাকরি ও ব্যবসা করবে। 

মঙ্গলবার (৫ আগস্ট) গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, একটি রাজনৈতিক দল সংস্কার ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই দলটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেয়, তবে তা জনগণের প্রতি বিশ্বাস ঘাতকতা করা হবে।

তিনি বলেন, জামায়াতকে যদি সুযোগ দেওয়া হয় ৫৪ বছরের দুর্ভোগের ইতিহাস মুছে ফেলা হবে।

কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতির স্থান হবে জেলে, না হয় ছুড়ে ফেলা হবে।