Image description

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজিকালে হাতেনাতে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। গ্রেপ্তারের সময় পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন বৈষম্যবিরোধী সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য রিয়াদ (সদ্য বহিষ্কৃত)।

শনিবার রাতে চাঁদাবাজির সময় পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়েন রিয়াদসহ পাঁচজন। অভিযানে অংশ নেওয়া একটি সূত্র জানায়, রিয়াদ ওই সময় পুলিশের সঙ্গে বেপরোয়া আচরণ করেন। এমনকি অভিযানে থাকা পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। 

তার বেপরোয়া আচরণ সেখানেই থেমে থাকেনি। থানায় আনার পরও তিনি পুলিশকে নানা হুমকিধমকি দেন। 

পুলিশ জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে শাহ আলী থানা এলাকার একটি অফিসে গিয়ে মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

শনিবার সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা আনতে গিয়ে রিয়াদসহ পাঁচজন গ্রেফতার হন। এ ঘটনার পর শনিবার গভীর রাতে সংগঠন থেকে পাঁচজনের মধ্যে চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

সাবেক এমপি শাম্মী আহমেদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এজন্য তার স্বামী সিদ্দিক আবু জাফরকে (৭৪) জিম্মি করে রিয়াদ ও তার সহযোগীরা প্রথম দফায় ১০ লাখ টাকা চাঁদা নেন। শনিবার আরো ৪০ লাখ টাকার জন্য গুলশানের বাসায় গেলে পুলিশের হাতে রিয়াদ ও তার চার সহযোগী গ্রেফতার হন। গ্রেফতার অন্যরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, ঢাকা মহানগর শাখার সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী মো. আমিনুল ইসলাম। 

এদিকে চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জু্র করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন। 

একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে অভিযুক্ত শিশুকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শওকত আলী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুকে দিতেন রিয়াদ। সেসব ছবি দেখিয়ে উচ্চমহলে তার সখ্য আছে দাবি করে প্রভাব বিস্তার করতেন তিনি। এদিকে চাঁদাবাজির ঘটনার জেরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিয়াদকে শনিবার গভীর রাতে বহিষ্কার করা হয়েছে। 

শীর্ষনিউজ