
ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এ বিষয়ে ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে তদন্তের আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম খামিস আয়াদ (৪০)। বৃহস্পতিবার রামাল্লার সিলওয়াদ শহরে বসতি স্থাপনকারীদের হামলায় তিনি প্রাণ হারান। পাঁচ সন্তানের পিতা আয়াদ শিকাগোর বাসিন্দা ছিলেন। এ নিয়ে জুলাইয়ে পশ্চিম তীরে দ্বিতীয় মার্কিন নাগরিক নিহত হয়েছেন। জুলাইয়ের শুরুতে সাইফুল্লাহ মুসালাত (২০) নামে আরও এক মার্কিন নাগরিককে খুন করে বসতি স্থাপনকারীরা।
আমেরিকার ইসলামিক সম্পর্ক কাউন্সিলের শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কোঅর্ডিনেটর উইলিয়াম আসফাওর ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা বিচার বিভাগের পূর্ণ তদন্ত চাই। একজন মার্কিন নাগরিককে হত্যা করা হয়েছে। জবাবদিহিতা কোথায়?
এদিকে খামিসের কাজিন মাহমুদ ইসা বলেছেন, বৃহস্পতিবার বসতি স্থাপনকারীরা আয়াদের বাড়ির বাইরে একটি গাড়ি পুড়িয়ে দেয়। আয়াদ সেই আগুন নেভাতে গেলে তারা আয়াদকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। আয়াদের পরিবারের বিশ্বাস তার মৃত্যু কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে হয়েছে।