
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বৈঠকে করে।
প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী।