Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ. রহমান হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ। সেই সাথে ধূমপানমুক্ত কক্ষের বাইরে স্টিকার লাগানো থাকবে বলেও জানান তিনি। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে হলের ফেসবুক গ্রুপে তিনি এই বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করেন।

এই বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ বলেন, মাদক ও ধুমপান নিয়ে আমার দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা কিছুদিন আগে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। আমার ধূমপানের জন্য কয়েকটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছিলাম। এর বাইরে কেউ ধূমপান করলে ২০০ টাকা জরিমানা করা নিয়ম‌ও করেছিলাম।সেই সাথে কারো বিরুদ্ধে ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম।

তিনি আরো বলেন, আজকে আমি আরেকটি ঘোষণা দিয়েছি। যদি কোন রুমে শিক্ষার্থীদের অধূমপায়ী হয় তাহলে তার রুমের বাইরে 'ধূমপানমুক্ত কক্ষ' স্টিকার থাকবে। সেই সাথে অধূমপায়ী রুমে কোন ধূমপায়ীদের সিট বরাদ্দ দেওয়া হবে না।

এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, তোমরা যদি নিজেদের কক্ষটিকে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে চিহ্নিত করতে চাও, তাহলে কমেন্টে রুম নম্বরটি লিখে দাও। রুমমেটদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের কক্ষের বাইরে ধূমপানমুক্ত কক্ষ হিসেবে স্টিকার থাকবে এবং ভবিষ্যতে তোমাদের কক্ষে কোনো ধূমপায়ী ছাত্রকে সিট দেওয়া হবে না।

হল প্রাধ্যক্ষের এ স্ট্যাটাসের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে হলের শিক্ষার্থীরা বলেন, হল প্রকৃতপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কেননা, অনেক সময় দেখা যায় যেসব শিক্ষার্থীরা ধূমপান করে না তারা সহজেই ধূমপায়ীদের সাথে মানিয়ে নিতে পারে না। তাছাড়া ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যে জন্য ক্ষতিকর। এসব বিষয়ে আমাদের আরো সচেতন হ‌ওয়া উচিত। তাছাড়া অনেক সময় দেখা যায় , ধূমপায়ী ও মাদকসেবীদের সাথে থাকতে থাকতে ভালো শিক্ষার্থীরাও খারাপ পথে চলে যায়। আমরা আমাদের হলে কোন মাদকসেবী দেখতে চাই না।