Image description

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আজ শনিবার (২৬ জুলাই) ইউনিভার্সিটি টিচার্স’ লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।  

জানা গেছে, ইউটিএল’র মূল প্রতিপাদ্য বিষয় হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই হবে এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা দেওয়া হবে। 

এ বিষয়ে অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শনিবার বেলা ১১টায় আত্মপ্রকাশ হতে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স’ লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ দুই শতাধিক শিক্ষক উপস্থিত থাকবেন। 

‘‘আশা করছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা করার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, একাডেমিক ও পেশাগত স্বাধীনতার পক্ষে আগামীতে সোচ্চার থাকবে ইউনিভার্সিটি টিচার্স’ লিংক (ইউটিএল)। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিপদ-আপদে সব সময় পাশে থাকবে সংগঠনটি।’’ 

এ সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর কাজ করা।  

ড. বিলাল হোসাইন আরও বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে সাড়া দিয়ে আমাদের এ সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। 

‘‘আমরা আশা রাখছি, শিক্ষা ক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো।’’

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ ধরনের সংগঠন নতুন নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ শিক্ষকদের একাধিক সংগঠন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্ল্যাটফর্মও রয়েছে। তাছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) নামেও একটি সংগঠন রয়েছে।