Image description
 

পাকিস্তান সরকার শনিবার একটি আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানের কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশন এখন থেকে পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) পূর্বপরামর্শ ও অনুমোদন ছাড়া ভারতের মাটিতে কোনো খেলা বা ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশন ভারত আয়োজিত কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অবশ্যই পিএসবি’র অনুমতি নিতে হবে।

 

এছাড়া সব ফেডারেশনকে ভারতভিত্তিক ইভেন্টে অংশগ্রহণের আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডের সঙ্গে আগাম পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড আরও জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই নীতিমালা বাস্তবায়ন করা হয়েছে, যাতে পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

 

সব ক্রীড়া সংস্থাকে নতুন এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ তা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।