Image description
 

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে।

এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি। এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে!

সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।

 

একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি ১ বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে?