Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিনকে (৪০) তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাত ১টার দিকে সদরের দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের আবুল মিয়ার পুত্র।

জানা যায়, ৫ আগস্টের পর শাহিন আত্মগোপনে চলে যান। কুরবানির ঈদে তিনি ইদ্রাকপুরের বাসায় দ্বিতীয় স্ত্রীর ফ্ল্যাটে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা বহুতল ভবনটি ঘেরাও করেন। টের পেয়ে শাহিন পাশের একটি ফ্ল্যাটে আশ্রয় নেন। ওই ফ্ল্যাটে তার স্ত্রীকে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। ছাত্রদল নেতাকর্মীরা তা আঁচ করতে পেরে তালা ভেঙে বাথরুমে লুকিয়ে থাকা শাহিনকে টেনে বের করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন, পারভেজসহ ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।