Image description
 

ভারত শেখ হাসিনার প্রেমে মরিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, ‘শেখ হাসিনার লাল এবং সবুজ কোনো পাসপোর্টই নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে, তবে কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত। ভারত মনে হচ্ছে শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো যায়গা নেই তিনি মাস্তানি করেননি। তার জন্য বাংলার মানুষ মুখ খুলতে পারত না। তিনি বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে এক মহাচোর বনে গেছেন। শেখ হাসিনা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তার জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না। তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, তার নিজের মতো করে দেশ চালিয়েছেন। তিনি তার বাবার মতই দেশে বাকশাল তৈরি করতে চেয়েছিলেন।’

শেখ হাসিনাকে হত্যাকারি উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হাসিনা শিশু, তরুণ, এমনকি ছাত্র-ছাত্রীদের হত্যা করছেন। এই হত্যাকারীকে বাংলার জমিনে আর স্থান দেওয়া হবে না। বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নিবে না। এই বাংলার জমিনেই জনগণ হাসিনার বিচার করবে।’

তিনি আরও বলেন, ‘ইউনুস সরকার আপনি দেশ সংস্কার করছেন করেন, তবে ভ্যাটের ওপর ভ্যাট দিয়ে সাধারণ মানুষকে শেষ করে দিয়েন না। আপনারা যদি ইচ্ছামত ভ্যাট বৃদ্ধি করেন বাংলার মানুষ মেনে নিবে না। এতে আপনাদের পরিনতি কিন্তু ভয়াবহ হবে।’ বেবী নাজনীন বলেন, ‘এখন থেকে ছাত্রদের নিয়ে আমাদের এগিয়ে চলা। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে দেশের কল্যাণে সবার সামনে থাকতে হবে। ’

অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘ছাত্রদলের অনেক ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্রদলের ভূমিকা ছিল অবিস্মরনীয়।’

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, জাজাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ স¤পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হাসেম বেপারি, বিএনপি নেতা অ্যাড. আতিকুর রহমান সোহান, জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম নিরব সহ বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতারা।