Image description

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন আজ শনিবারও অবরদ্ধ রয়েছে। ভবনে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।

কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি দেওয়া হবে- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এমন হুঁশিয়ারির মধ্যেই আজ শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বলেছে, শনিবার সারা দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে এদিন থেকে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গতকাল ঐক্য পরিষদের এই বিজ্ঞপ্তির কিছুক্ষণ আগে এনবিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, দেরিতে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয় থেকেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বদলির আদেশ পুনর্বিবেচনা এবং রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়ে এনবিআরের আন্দোলনরত কর্মীদের কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার আড়াই ঘণ্টা আলোচনা হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ওই সভায় অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান ও এনবিআরের ১৬ জন সদস্য অংশ নেন।

তবে বৈঠকে পরিষদের কোনো প্রতিনিধি ছিলেন না। শুক্রবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঐক্য পরিষদ।

শীর্ষনিউজ