Image description

সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ড. ফয়জুল হক বলেছে, ২০১৩ সালে শাহবাগ সৃষ্টি করে যে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে তার জবাব আগামীকাল (শনিবার) বাংলাদেশের সকল ধর্ম পেশার মানুষরা এখানে দিয়ে যাবে।

 

তিনি বলেন, অসাধারণ ইতিহাস সৃষ্টি করবে জামায়াতের জাতীয় সমাবেশ। আর এত সুন্দর আয়োজনের পেছনে রয়েছে জামায়াত নেতেদের রক্ত ঝড়ানো ইতিহাস।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেন।

ড. ফয়জুল হক বলেন, জামায়াতে ইসলামীকে অনেক নির্যাতন করা হয়েছে। কিন্তু জামায়াত নির্যাতনে স্তব্ধ হওয়ার দল না, বরং যত নির্যাতন করা হয় তারা নতুন করে গাছের মতো তৈরি হয়।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মূলত প্রতীকী সমাবেশস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগামীকাল ঢাকার প্রতিটি রাস্তা-ঘাট জুড়েই থাকবে জামায়াতের সমাবেশস্থল।