
বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মডেল মসজিদের সামনে শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার বিষয়টি দৈনিক আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন সমাবেশসঙ্গী দাকোপ পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসান ও ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুজ্জামান।
সমাবেশের সফরসঙ্গী ও হাইওয়ে পুলিশ জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে খুলনার দাকোপ থানার আমির মাওলানা আবু সাঈদ বাসে সাথীদের নিয়ে শুক্রবার দিবাগত রাতে রওনা করেন। পরে ফজরের নামাজ আদায় করতে ভাঙ্গা মডেল মসজিদের সামনে তাদের বহনকারী বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়।
এ সময় অনেকে বাস থেকে নামেন। সামনের আসনে বসা মাওলানা আবু সাঈদসহ কয়েকজন নামার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বিপরীতমুখী রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাসটিকে ধাক্কা দেয়। এতে মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সমাবেশের সাথী আনিসুর রহমান, কামাল শেখ, আমানত শেখসহ ৬ জন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত মাওলানা আবু সাঈদের লাশ আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সাথীরা সকালে গ্রামের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায় নিয়ে গেছেন বলে পুলিশ জানায়।