Image description

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গোপালগঞ্জে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শিবির নেতাকর্মীরা আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়-আলাওল হল, এএফ রহমান হল হয়ে নিরাপত্তা দপ্তরের সামনে দিয়ে জিরো পয়েন্ট আসে। এরপর মিছিল নিয়ে একইভাবে এসে সমাবেশ করে তারা। 

 
 

মিছিলে শিবিরের নেতাকর্মীরা, ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘বিল্পবীরা আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি’, ‘রশি লাগলে-রশি নে,  শেখ হাসিনার ফাঁসি দে’, এমন নানা স্লোগান দেন তারা।

সমাবেশে বিক্ষোভকারী শিক্ষার্থীরা, ‘আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ইন্টিরিম সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশের সব জেলায় ছাত্রলীগ এখনো ঘাপটি মেরে বসে আছে। এই লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

ইসলামী ছাত্রশিবির চবি শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জুলাই-আগস্টে একযোগে লড়াই করবো। আমরা দেখছি, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। শুধু গোপালগঞ্জ নয়—সারা দেশে আওয়ামী লীগ এখনো ঘাপটি মেরে আছে। পটিয়ায় আমাদের ছাত্রভাইয়ের ওপর পুলিশ লীগ হামলা চালিয়েছিল, আজ গোপালগঞ্জেও আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে।’

ইসলামী ছাত্রশিবির চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের সহযোদ্ধাদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা ফ্যাসিবাদী সরকারের রূপ প্রকাশ করে। গত ১৬ বছরে বাংলাদেশকে গোপালগঞ্জে পরিণত করেছে তারা। আমরা সরকার পরিবর্তনের পরও তাদের অনুসারীরা দমনহীন রয়ে গেছে। এভাবে চলতে থাকলে ২৮ হাজার শিক্ষার্থী নিয়ে আমরা বারবার প্রতিহত করবো—এই সমাবেশ থেকে হুঁশিয়ারি দিচ্ছি।’